নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হাজী মোঃ ইদ্রিছ অডিটোরিয়ামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোবিপ্রবি’র ১৮টি বিভাগের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শতকরা ৪০ ভাগ তরুণ। আর এ তরুণদের মধ্যে ৩২ লাখই বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এ বিশাল জনশক্তিকে সম্পদে পরিণত করতে হবে। তা না হলে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে না।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখান।