পহেলা বৈশাখে বাংলা নববর্ষের দিনে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীদের ওপর লাঞ্ছনা, পাশবিক নির্যাতনের মতো ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ২১ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, পহেলা বৈশাখে নববর্ষের দিন ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীদের লাঞ্ছনার ঘটনা কেবল ন্যক্কারজনক ঘটনাই নয়, নারীর প্রতি এ সহিংসতার ঘটনা মানবতার অবমাননা। এ ঘটনা আমাদের আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আঘাত। নারীরা যাতে ঘরের বাহিরে যেতে না পারে, যাতে আমাদের উন্নয়ন পিছিয়ে যায়, এ দেশে আফগানিস্তান, মধ্যপ্রাচ্যের মতো পরিস্থিতির সৃষ্টি হয় এটা সে অপপ্রয়াস। তিনি পহেলা বৈশাখের এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুরুষদের প্রতি নারীদের পাশে থাকতে এবং এই দুর্বৃত্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান সমিতির পক্ষ থেকে তীব্র ভাষায় কঠোরভাবে এসব ঘটনার নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সময় আইন-শৃঙ্খলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং বক্তব্য রাখেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। এ মানববন্ধন থেকে অবিলম্বে নিপীড়নকারী দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।