জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অধিবেশনে উপাচার্য তাঁর অভিভাষণে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশের অভ্যন্তরে সর্ববৃহৎ তো বটেই, এমনকি বিশ্বের মধ্যেও এটি অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি স্বতন্ত্র বৈশিষ্ট্যমন্ডিত। এর বৃহৎ আয়তন বা পরিধির কারণে এটিকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে যত না সমস্যা, তার চেয়ে অধিকতর সমস্যা অবকাঠামোগত অনুন্নয়ন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনীহা বা অপারদর্শিতা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এখনও পেশাদারিত্বের মনোভাব গড়ে না ওঠা, প্রধানত সরকারি কলেজগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের ঘাটতি, বেসরকারি কলেজের গভর্নিং বডি গঠন নিয়ে আন্তঃকলহ, কখনও প্রতিষ্ঠান-বহির্ভূত হস্তক্ষেপ ইত্যাদি। এসব বাস্তব অবস্থা মোকাবিলা করেই আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
অধিবেশনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ, বাবু ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বেগম হেপী বড়াল এমপি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চেীধুরী, বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। এতে মোট ৪৭ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।