সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ওয়ার্কশপ অন সাসটেইনিং এক্সিলেন্সি ইন হায়ার এডুকেশন: দ্য ইউএস পারেসপেক্টিভ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং স্পিকার ছিলেন আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) এর প্রেসিডেন্ট ড. গোলাম এম মাতবর।
স্পিকার ড. গোলাম এম মাতবর উচ্চশিক্ষায় আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ স্থাপন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ফেলোশীপ লাভসহ বিভিন্ন বিষয়ে এআইবিএস এর ভূমিকার কথা উল্লেখ করেন।