ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার’দা সূর্য সেন হলের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন সূর্য সেন হল সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
স্বাগত বক্তব্য রাখেন সূর্য সেন হল অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুম মুনীর। সঞ্চালনা করেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।
উপাচার্য বলেন, প্রাক্তনদের স্মৃতি রোমন্থনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই ধরনের উদ্যোগ আপনাদের নেটওয়ার্কিং আরও সম্প্রসারিত করবে। শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় আপনাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ থাকবে।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা হৃদয়ের টানে ফিরে এসেছেন। আমরা আপনাদের সাড়া পেয়ে অভিভূত। আশা করছি হলের উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আপনারা এগিয়ে আসবেন।