বিশেষ খবর



Upcoming Event

সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৫ মে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষে স্নাতকসহ বিভিন্ন পর্যায়ে ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় ও সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সহ ২৮টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) - ১৪ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ২১ অক্টোবর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১৭ নভেম্বর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ২০ অক্টোবর, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - ২৬ নভেম্বর।
কৃষি বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা) - ১ ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) - ৪ নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর) - ৮ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় - ১৭ নভেম্বর, চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় - ২ ডিসেম্বর।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ২০ ও ২১ ডিসেম্বর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর) - ৫-৮ নভেম্বর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট) - ১৮ নভেম্বর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৯ ও ১০ নভেম্বর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ২৭ অক্টোবর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৩ ও ৪ নভেম্বর, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী বছরের মার্চের চতুর্থ সপ্তাহ।
অন্যান্য বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - ৮-১৮ অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয় - ২২-২৬ অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - ২২-৩০ অক্টোবর, ইসলামী বিশ্ববিদ্যালয় - ২৫-২৯ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস - ২৪ ও ২৫ নভেম্বর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় - ১৭ ও ১৮ নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় - ১৯-২৩ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয় - ২৪ ও ২৫ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় - ২৬-৩০ নভেম্বর, খুলনা বিশ্ববিদ্যালয় - ১১ নভেম্বর, জাতীয় বিশ্ববিদ্যালয় - ২৪ আগস্ট থেকে আবেদন শুরু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় - ৮ ডিসেম্বর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় - ৫ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ পরে নির্ধারণ করা হবে বলে সভায় জানানো হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img