বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ১জন কৃতী ছাত্রীকে স্বর্ণপদক এবং ৪জন মেধাবী ছাত্রীকে মেধা বৃত্তি প্রদান করা হবে। ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’-এর উদ্যোগে ৮ আগস্ট এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের স্বর্ণপদক ও মেধা বৃত্তি প্রদান করা হবে। স্বর্ণপদক ও মেধা বৃত্তির জন্য হলের ২০০৯-২০১০ সেশনের স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ আবাসিক ও অনাবাসিক ছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ১৫ মে এর মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট বরাবর দরখাস্ত জমা দিতে হবে। স্বর্ণপদক প্রার্থীদের স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৭ এবং মেধা বৃত্তি প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ৩.৬ থাকতে হবে। এছাড়া, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তাদের চতুর্থ বিষয় বাদে ন্যূনতম সিজিপিএ ৪.৫ থাকতে হবে। দরখাস্তের সঙ্গে সকল পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি এবং সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট প্রদত্ত চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে। সহশিক্ষা কার্যক্রমে জড়িতদের স্ব স্ব ক্ষেত্রে অর্জিত সাফল্যের সনদপত্র দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে।