বিশেষ খবর



Upcoming Event

মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করতে হবে -ঢাবি ভিসি

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেছেন, প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ একটি স্বতন্ত্র বিদ্যা। এ বিভাগের পেশাদারিত্ব আছে। আমাদের গুণগত মানের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রছাত্রী ভর্তি করতে হবে। মানসম্পন্ন গ্র্যাজুয়েট হিসেবে তাদের তৈরি করতে হবে। মান ধরে রাখতে পারলে এ বিভাগ উদাহরণ হয়ে থাকবে।
সম্প্রতি ঢাবি প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের নতুন দপ্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান সুধাংশু শেখর রায়।
তিনি বলেন, বাংলাদেশে প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশনের ওপর কোন প্রোগ্রাম চালু নেই। অথচ বিশ্বের প্রায় ৫০০ বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ের ওপর কোর্স চালু আছে। এমনকি পাশের দেশে ভারতেও আছে। সে হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিভাগের নতুন দপ্তর উদ্বোধন একটি মাইলফলক বলা যেতে পারে। উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবরে প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ চালু হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img