প্রাজ্ঞ শিক্ষাবিদ, উদারপ্রাণ ও ডায়নামিক শিক্ষাদ্যোক্তা নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্র্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৬তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস্ ফোরাম (এইউপিএফ)-এ অংশগ্রহণ করেন। তিনি এ অনুষ্ঠানে Governance and Policy Solutions শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন।
ফিলিপাইন নর্মাল ইউনিভার্সিটি ও ন্যাশনাল সেন্টার ফর টিচার্স এডুকেশন শিক্ষাবিদ ও শিক্ষাউদ্যোক্তাদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ এই সম্মেলনের আয়োজন করে। এ অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল Innovations & Foresight : Education Solutions for a Better World।
এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০০ শিক্ষাবিদ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানের মাধ্যমে এশিয়া অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি ও উচ্চশিক্ষার উন্নয়নে এক নতুন পথের সূচনা করবে।