উত্তরা ইউনিভার্সিটি (ইউইউ) ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার (বিএআরসি)-এর সাথে একটি ‘সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর করেছে। উত্তরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা এবং ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ মারুফ ফিরোজ।
ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারটি বাংলাদেশে বিশ্বমানের ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। বিএআরসি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ইংরেজি প্রশিক্ষণ সংস্থা। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে পেশাগত উন্নয়ন এবং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দিক থেকে প্রশিক্ষিত কর্মী হিসেবে গড়ে তোলা।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, স্কুল অফ বিজনেস এর ডিন, প্রফেসর ড. নজরুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।