বর্তমানে অনেক শিশুই মোবাইল, ট্যাব, টেলিভিশন কিংবা এ জাতীয় নানা ইলেকট্রনিক যন্ত্রের প্রতি আসক্ত। শিশুর এই আসক্তি কাটানোর কিছু কৌশল রয়েছে; যেগুলো প্রয়োগ করলে উপকার মিলতেও পারে—
সময় নির্ধারণ
১৮ মাসের নিচের শিশুদের এ ধরনের ডিভাইজের পেছনে কোনো সময়ই বরাদ্দ করা ঠিক নয়। দুই থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ এক ঘণ্টা দেয়া যেতে পারে। বয়স এর বেশি হলে সর্বোচ্চ দুই ঘণ্টা।
উদাহরণ তৈরি
শিশু স্বভাবতই মা-বাবাকে অনুসরণ করে। এ ক্ষেত্রে খোদ মা-বাবা যদি এ ধরনের যন্ত্রের প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে সন্তানও আসক্ত হবে। এ কারণে সন্তানের সামনে এ ধরনের যন্ত্র বেশি ব্যবহার না করাই ভালো।
অন্য উপায়
শিশুর সামনে যদি বিনোদনের একমাত্র উপায় হিসেবে মোবাইল ফোন কিংবা টেলিভিশন থাকে, তাহলে তারা স্বভাবতই তাতে আগ্রহী হবে। তবে শিশুকে যদি অন্যান্য উপায়ের মাধ্যমে বিনোদন দেওয়া যায়, তাহলে সে সেগুলোর প্রতি আগ্রহী হবে।
ভালো কাজ
এখন শিশুমাত্রই বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে শিখবে। আর এ অবস্থায় শিশু যেন কোনোক্রমেই ডিভাইসগুলো কেবল বিনোদনের জন্য ব্যবহার না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।