বিশেষ খবর



Upcoming Event

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি শাবি শিক্ষকের

ক্যাম্পাস ডেস্ক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি

আন্তর্জাতিক ট্রাভেল এ্যাওয়ার্ড পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও তরুণ বিজ্ঞানী অধ্যাপক ড. মিজানুর রহমান খান।
প্রতিবছর উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞানীদের গবেষণার উপর ভিত্তি করে আন্তর্জাতিক রসায়ন সংঘ (ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর এন্ড এপ্লাইড কেমিস্ট্রি) এ এওয়ার্ড দেয়। ৯-১৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য ৪৫তম ‘বিশ্ব রসায়নবিদদের কংগ্রেস’ থেকে এ এওয়ার্ড গ্রহণ করবেন। কংগ্রেসে ‘সিনথেসিস অব পলিএ্যনিলিন-কপার অক্সাইড-ক্যালসিয়াম অক্সাইড কম্পোজিট ন্যানো ফাইবার উইথ কন্ট্রোল্যাবল মরফোলজি, থার্মাল স্ট্যাবিলিটি এন্ড ইলেকট্রিক্যাল কন্ডাকটিবিটি’ শিরোনামে একটি পেপার উপস্থাপন করবেন।
প্রসঙ্গত, ড. মিজান শাবি’র রসায়ন বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। তিনি চলতি বছর গবেষণার জন্য ‘ক্যামিকেল, বায়োক্যামিকেল ও এনভাইরন্টমেনটটাল সায়েন্স’ ক্যাটাগরিতে ইউজিসি পুরষ্কার লাভ করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img