বিশেষ খবর



Upcoming Event

প্রাইভেট ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রির বৈধতা নেই!

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণের মাধ্যমে নেয়া পিএইচডি ডিগ্রির বৈধতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার্থী, অভিভাবক ও সর্বসাধারণের অবগতির জন্য জারি করা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় বা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমতি দেয়নি। এ ছাড়া কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা বা কোনো দেশীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদনও দেয়া হয়নি।
এতে আরও বলা হয়েছে, ‘কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়কে এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে দূরশিক্ষণের মাধ্যমে বা কোনো দেশীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পিএইচডি কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়া হয়নি। এ পর্যন্ত যারা এ ধরনের পিএইচডি ডিগ্রি নিয়েছেন তাদের ওই ডিগ্রির কোনো আইনগত বৈধতা নেই।’ পিএইচডি সনদ মিথ্যা প্রমাণিত হওয়ায় গত বছর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এন এম মেসকাত উদ্দিনকে বরখাস্ত করা হয়।
বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, দেশে জনপ্রশাসনের কর্মকর্তা, প্রকৌশলী, শিক্ষকসহ বেসরকারি প্রতিষ্ঠানের কিছু লোক বিশেষ সুবিধা নিতে ভুয়া পিএইচডি ডিগ্রি নিয়েছেন। তারা অনায়াসে নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করছেন। বাংলাদেশে শুধু সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেই পিএইচডি ডিগ্রি দেয়া হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img