লেখাপড়ায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে বিভাগীয় বৃত্তি প্রদান করা হয়েছে। ২৩ এপ্রিল বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বিবিএ ১৭তম ব্যাচের ৬জন, বিবিএ ১৮তম ব্যাচের ১৬জন, বিবিএ ১৯তম ব্যাচের ১৮জন, বিবিএ ২০তম ব্যাচের ২৫জন এবং বিবিএ ২১তম ব্যাচের ৩৫জন শিক্ষার্থী বিভাগীয় বৃত্তি লাভ করেন।