বিশেষ খবর



Upcoming Event

শিক্ষার্থীদের সনদ যাচাই করবে অ্যাপ

ক্যাম্পাস ডেস্ক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
img

অ্যাপের মাধ্যমে দ্রুত যাচাই করা যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ। ফলে সনদ যাচাইয়ের বর্তমান দীর্ঘসূত্রতা কমে আসবে এবং চাকরিদাতা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী সনদ যাচাই করতে পারবে। এরই মধ্যে ব্লক চেইন প্রযুক্তির্নিভর ‘স্টুডেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন’ অ্যাপ তৈরি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ।
অ্যাপটি ব্যবহার করে সনদ ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্নও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘ব্লক চেইন প্রযুক্তিতে সনদ যাচাই’ বিষয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে বক্তারা জানান, সফটবিডি লিমিটেডের কারিগরি সহায়তায় বিশ্ববিদ্যালয়ে সনদ যাচাইয়ের আধুনিক ও নিরাপদ এ পদ্ধতি তৈরি করা হয়েছে। শুধু তা-ই নয়, এ প্রযুক্তিসেবা চালুর আগে বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি সফটবিডি লিমিটেডের প্রকৌশলীরা যৌথভাবে দীর্ঘদিন গবেষণা করেছেন। প্লে-স্টোরে পাওয়া যাবে অ্যাপটি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img