ইংরেজি দিবস-২০১৫ পালন উপলক্ষে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, উপদেষ্টা অধ্যাপক মোঃ মঈনউদ্দিন খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুমানা রশিদ দৌলা, অভিনেতা অধ্যাপক ড. ইনামুল হক, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডায়না আনসারী, ইংরেজি ক্লাবের প্রেসিডেন্ট নিয়াজ আল আকরাম খান অনুষ্ঠানে বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ খালেকুজ্জামান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু দাউদ হাসান।