বিশেষ খবর



Upcoming Event

এমেরিটাস অধ্যাপক হিসাবে ঢাবিতে যোগ দিলেন ড. এ কে আজাদ চৌধুরী

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এমিরিটাস অধ্যাপক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদে যোগ দিয়েছেন।
পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। ইতিপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ভারতের নয়াদিল্লীস্থ সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব গভর্ন্যান্সের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন।
অধ্যাপক চৌধুরী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসাবে সম্প্রতি তার চার বছরের মেয়াদ পূর্ণ করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির ড্রাগ পলিসি কমিটির সদস্য, প্যারিসের ক্যানাম ইউনিভার্সিটির ন্যাশনাল প্রফেসর এবং যুক্তরাজ্যের ব্রাউসাইগ ইউনিভার্সিটি ও নটিংহাম ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসাবে কাজ করেন।
দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে তার ১০০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img