বিশেষ খবর



Upcoming Event

এনএসইউতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ কর্নার উদ্বোধন

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’র উদ্বোধন করা হয়েছে। এছাড়া গবেষকদের মধ্যে গবেষণা স্বর্ণপদক ও সম্মাননা প্রদানসহ ২০২১ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ কাসেম। সম্মানিত অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ, আজিজ আল কায়সার, রেহানা রহমান ও তানভীর হারুন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিভার্সিটির জনসংযোগ অফিসের পরিচালক জামিল আহমেদ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img