বিশেষ খবর



ইউআইটিএস’র স্থায়ী ক্যাম্পাস অনুমোদন দিয়েছে ইউজিসি

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন পেয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর স্থায়ী ক্যাম্পাস। সম্প্রতি ইউজিসি এই অনুমোদন দেয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের নেতৃত্বে গঠিত চার সদস্য বিশিষ্ট পরিদর্শন কমিটি ইউআইটিএস এর নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসটি সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করেন। কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকার ভাটারায় নবনির্মিত ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য সকল কার্যক্রম যথারীতি পরিচালিত হওয়ায় ইউআইটিএস-এর স্থায়ী ক্যাম্পাস হিসেবে এটাকে অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

স্থায়ী ক্যাম্পাস আনুমোদন দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এবং ইউআইটিএস কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img