স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত সরকারের সময়ে পিট্টি মারলে (মারধর করলে) পুলিশ খুব সচল বলে ভাবা হতো। সরকার এমন পুলিশ চাইছে না। তিনি বলেন, বর্তমান পুলিশ মানবিক পুলিশ এবং আগের থেকে তারা অনেক সক্রিয়। আমরা মানবিক পুলিশ চাচ্ছি। সবার সঙ্গে যাতে ভালো ব্যবহার করে। ১৫ জুন সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন জাহাঙ্গীর আলম। র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, র্যাবের পোশাক পরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটার সঙ্গে যে-ই জড়িত, যত তাড়াতাড়ি সম্ভব তাদের আইনের আওতায় নিয়ে আসার। ‘ভারতের পুশইন চলছে’, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালযয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। ভারতে আমাদের যে হাইকমিশনার আছেন, তিনিও আমাদের অফিসে এসেছিলেন। আমরা বলেছি, আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে, প্রপার চ্যানেলে পাঠাও। আমরা নেব। জঙ্গলের মধ্যে, নদীর মধ্যে, লেকের মধ্যে ফেলে দেয়া এটা কোনো সভ্য দেশে হওয়া উচিত নয়।