ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. এম নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী এবং গভর্নিং বডির সচিব ড. মুশফিক মান্নান চৌধুরী। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ কে এম জিয়াউল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই। শিক্ষাজীবনে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ই জীবনে সাফল্য আনতে পারে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ডিন, বিভাগীয় প্রধান, উপদেষ্টা, শিক্ষক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।