বিশেষ খবর



Upcoming Event

নেপালে ভূমিকম্প দুর্গতদের সাহায্যার্থে ডিইউপিএস’র ত্রাণ

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

নেপালের ভূমিকম্প দুর্গতদের সাহায্যার্থে ঢাকা ইউনিভার্সিটি ফিল্যানথ্রপিক সোসাইটি বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী প্রদান করেছে। ফিল্যানথ্রপিক সোসাইটি’র মডারেটর অধ্যাপক ড. জিয়া রহমান ১৪ মে উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ার্ল্ডওয়াইড নেপালিজ স্টুডেন্ট অরর্গানাইজেশন-এর সভাপতি রাকেশ শাহ-এর কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ফিল্যানথ্রপিক সোসাইটির সভাপতি কৌশিক সুর, সাধারণ সম্পাদক ফখরুল আমিন, সহ-সভাপতি আ ব ম নাজমুস সাকিব, সমাজকর্মী ফেরদৌসী রিতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নেপালের ভূমিকম্প দুর্গতদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেপালের সরকার ও জনগণের ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তিনি বলেন, নেপালের বিপদেও বাংলাদেশের জনগণ সর্বদা পাশে থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি নেপালে এক বিধ্বংসী ভূমিকম্পে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। 


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img