বিশেষ খবর



Upcoming Event

দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই - পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ইউজিসি চেয়ারম্যান

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

বিশ্বায়নের যুগে পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেয়া সংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘বিশ্বায়নের যুগে পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি করার কোনো বিকল্প নেই। এজন্য পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সামার-২০১৫  ট্রাইমেস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদেরও বরণ করে নেয়া হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img