স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে কোষাধ্যক্ষ পদে সম্প্রতি পুনর্নিয়োগ পেয়েছেন অধ্যাপক লুৎফর রহমান।
তিনি ২০০৭ সালের মার্চ থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত।
মুক্তিযোদ্ধা অধ্যাপক লুৎফর রহমান এর আগে বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য ছিলেন।
তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ে উপ-উপাচার্য, ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উপ-পরিচালক, আমেরিকান সরকারের জিওলজিক্যাল সার্ভে এবং জাপানের সানিও ইলেকট্রনিক কম্পানিতে ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন।