জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে। মোবাইলে টেলিটক সিমের মাধ্যমে ২৯ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানে হয়, ৯ অক্টোবর কলা ও আইন অনুষদ (বি ইউনিট), ১৬ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (সি ইউনিট), ৩০ অক্টোবর বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ (এ ইউনিট), ৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) ও ১৩ নভেম্বর ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ এবং ফাইন আর্টস বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের প্রক্রিয়া
টেলিটক সিমের মাধ্যমে আবেদন করা যাবে। মোবাইলফোনের মেসেজ অপশনে গিয়ে ঔঘট লিখে একটি স্পেস দিয়ে এইচএসসি শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর, স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস এইচএসসি পাসের সাল, স্পেস কাঙ্খিত ইউনিটের কি ওয়ার্ড (www.jnu.ac.bd ) লিখে ১৬২২২ নম্বর পাঠাতে হবে। আবেদন ফি ৩৫০ টাকা।