ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ধর্মীয় মৌলবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। ২৬ আগস্ট আরসি মজুমদার আর্টস মিলনায়তনে নাজমুল করিম স্টাডি সেন্টার আয়োজিত ‘মৌলবাদী রাষ্ট্র গঠন’ শীর্ষক নাজমুল করিম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য দেন নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নেহাল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অসাম্প্রদায়িক চেতনার লালন ক্ষেত্র হিসেবে অভিহিত করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল এই বিশ্ববিদ্যালয়েও মৌলবাদের বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এদের ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। স্মারক বক্তৃতায় অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর বলেন, তালেবানী বিশ্বাস প্রসূত কিছু রাজনৈতিক দলের কারণেই বাংলাদেশ পশ্চাৎপদতা থেকে আধুনিকতা অর্জন করতে পারেনি। এসব রাজনৈতিক দল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করছে এবং শিক্ষা ব্যবস্থার ওপর বারবার আঘাত হানছে।