ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) এর নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক ও এমবিএ প্রোগ্রাম পরিচালক সিদ্দিক হোসেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ ৪ অক্টোবর তাঁকে এই পদে চার বছরের জন্য নিয়োগ দেন।
সিদ্দিক হোসেন আমেরিকার কেভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮৯ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং একই দেশের টেম্পল ইউনিভার্সিটি থেকে ১৯৯৭ সালে অর্জন করেন অর্থনীতিতে এম এ ডিগ্রি।
এর আগে তিনি নর্থসাউথ ইউনিভার্সিটি চট্টগ্রামের বিজনেস ফ্যাকাল্টি মেম্বার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।