রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ৩য় সমার্বতন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সদয় সম্মতি প্রদান করেছেন। উক্ত অনুষ্ঠানটি অনিবার্য কারণবশতঃ ১ ডিসেম্বর এর পরিবর্র্তে ২০ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে বলে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুন নাঈম স্বাক্ষরিত ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত এক পত্রে জানানো হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালে ও ২০১২ সালে এই বিশ্ববিদ্যালয়ের দুটি সমাবর্তন অনুষ্ঠিত হয়।