বিশেষ খবর



Upcoming Event

হাবিপ্রবি’র অনার্স ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন ফরম কেবলমাত্র অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (উইইখ) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে, যেখানে একটি মোবাইল নম্বর প্রদান করতে হবে। সেই মোবাইল নম্বরটিতে বিভিন্ন তথ্য ঝগঝ এর মাধ্যমে প্রার্থীকে সময়ে সময়ে জানানো হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে।
এবার ৮টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫০জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরেও সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img