প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। এ শিক্ষা হবে বিশ্বমানের -বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
১৯ অক্টোবর অ্যাকসেস পয়েন্ট ও প্রোগ্রেশন পাথওয়ে নিয়ে ব্রিটিশ কাউন্সিলের সিম্পোজিয়ামে বক্তব্য রাখছিলেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে শিক্ষাব্যবস্থায় বর্তমান সরকার অনেক পরিবর্তন সাধন করেছে। সব মহল নিয়ে বসে শিক্ষানীতি প্রণীত হয়েছে।
এখন শুধু প্রাথমিকে নয় উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষায় ছেলে মেয়ে সমতা এসেছে -জানান মন্ত্রী।
বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাব্যবস্থাকে এখন অনেক গুরুত্ব দেয়া হচ্ছে।