রাজধানীর ইডেন কলেজে ছাত্রীদের জন্য জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
৬০০ ছাত্রীকে দেড় হাজার টাকার বিনিময়ে তিন ডোজ টিকা দেয়া হচ্ছে। যার মূল দাম ৮ হাজার টাকা। এই টিকাদান কার্যক্রমে সহায়তা করছে মেরি স্টোপস। কার্যক্রম উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী বলেন, মেয়েদের স্বাস্থ্য সচেতন করতে পাঠ্যপুস্তকে এসব বিষয় রাখা হয়েছে। মেয়েদের এ ধরনের স্বাস্থ্য কার্যক্রমে সহায়তার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
পরে শিক্ষামন্ত্রী কলেজের দেয়ালে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নারীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্ত ম্যুরাল উদ্বোধন করেন। এছাড়াও মন্ত্রী মোবাইল থেকে ছাত্রীদের কলেজের বিভিন্ন ফি পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করেন। এখন থেকে আর ব্যাংকে লাইন ধরে ফি দিতে হবে না।
মন্ত্রী কলেজের লাইব্রেরি অটোমেশন কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।