বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বাংলাদেশ এবং স্যাক্সিয়ান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের স্কুল অফ ক্রিয়েটিভ টেকনোলজি, নেদারল্যান্ডস এর সঙ্গে শিক্ষা ও কারিগরি সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা চুক্তি এবং একটি সমঝোতা স্মারক ৪ নভেম্বর নেদারল্যান্ডস সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কাটশুইস এ স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেদারল্যান্ডস’র প্রধানমন্ত্রী মার্ক রুটের উপস্থিতিতে উভয় প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিটি স্বাক্ষর করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিক এবং স্যাক্সিয়ান ইউনিভার্সিটি, নেদারল্যান্ডস’র পক্ষে মিসেস এইচ এস কস্টার, অনুষদ প্রধান, স্কুল অফ ক্রিয়েটিভ টেকনোলজি। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন।