নভেরা দীপিতা ট্রাস্ট বৃত্তি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। তার নাম মাহফুজুর রহমান। সে ঢাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। ওই বিভাগে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে অনার্সে প্রথম শ্রেণিতে ১ম স্থান অধিকার করায় তাকে এই বৃত্তি প্রদান করা হয়। ঢাবি ভিসি’র দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মাহফুজুরের হাতে বৃত্তির টাকা ও সনদপত্র তুলে দেন ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর মফিজুর রহমান। এসময় নভেরা দীপিতার মা আদিলা বকুল, প্রফেসর ড. গীতি আরা নাসরীন উপস্থিত ছিলেন। ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তার বক্তব্যে বলেন, নভেরা দীপিতার আদর্শ অনুসরণের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে হবে। নভেরা দীপিতা ছিলেন এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। যার আদর্শ থেকে নতুন প্রজন্ম অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখতে পারবে। দেশের সেবায় নিবেদিতভাবে কাজ করতে নভেরা দীপিতার আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাওন্তী হায়দার ও শবনম আযীম ও ছাত্রছাত্রীবৃন্দ।