ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে ‘মাস্টার অব একচুয়ারিয়াল সায়েন্স (এমএএস)’ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ৮ নভেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রোগ্রামের উদ্বোধন করেন। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) এর চেয়ারম্যান এম শিফাক আহমেদ একচুয়ারি এবং ম্যাটলাইফের রিজিওনাল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এম নূরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।