বিশেষ খবর



Upcoming Event

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন নেতৃত্বে আবার নীল দল

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের নেতৃত্বে এসেছে আবার নীল দল। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দল সভাপতি ও সম্পাদকসহ ১৪টি এবং বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল ১টি পদে বিজয়ী হয়েছে। তবে এ নির্বাচনে প্রগতিশীল শিক্ষকদের এবারে নীল দল থেকে ভাগ হয়ে যাওয়া গোলাপী দল কোনো পদ পায়নি। আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ১৪টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল ৬টি আসনে জয়লাভ করে। বামপন্থি শিক্ষকদের সংগঠন গোলাপী দল কোনো পদ পায়নি। এর আগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ^বিদ্যালয় শিক্ষক ক্লাবে। এতে ১ হাজার ৯৫০ ভোটের মধ্যে মোট ভোট পরে ১ হাজার ৪৬৭টি। সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img