রাষ্ট্রপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন। নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর ১৫ ডিসেম্বর বিইউপিতে যোগদান করেন।
প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ১৯৮৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং জাপান স্টাডি সেন্টারের ডিরেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সম্মানিত চেয়ারম্যান। দেশ-বিদেশের জার্নাল ও প্রকাশনা সংস্থা থেকে তার বেশকিছু গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।