খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনে ফিশারিজ এন্ড মেরিণ রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের সেলফ এ্যাসেসমেন্ট কমিটির উদ্যোগে সম্প্রতি দ্বিতীয় সেলফ এ্যাসেসমেন্ট শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সকালে উক্ত ওয়ার্কশপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, বিশ্ব বাজার পরিস্থিতিতে টিকে থাকতে হলে শিক্ষাসহ সকল ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এ লক্ষ্যে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্ণিং (সিইটিএল) এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে শিক্ষার গুণগতমানসহ সকল ক্ষেত্রে জবাবদিহিতা জোরদার হবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি বিশ্ববিদ্যালয়কে গুণগতমানের দিক থেকে এগিয়ে নিতে শিক্ষকদের প্রচেষ্টা জোরদারের আহবান জানান।