বিশেষ খবর



Upcoming Event

বরিশাল বিশ্ববিদ্যালয় । কে হচ্ছেন উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) শূন্য পদে কে নিয়োগ পাচ্ছেন তা নিয়ে চলছে নানামুখী গুঞ্জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক ববি’র ভিসি পদে নিয়োগ পেতে তৎপরতা চালাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ১৭ এপ্রিল ববি’র প্রথম ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদের চার বছরের মেয়াদ শেষ হওয়ায় ওই পদটি শূন্য হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ চলতি সপ্তাহের মধ্যে নতুন ভিসি’র নাম ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে একটি সূত্র জানিয়েছে, ববি’র নতুন ভিসি হিসেবে নিয়োগ প্রায় চূড়ান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামানের। সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ জানান, পদাধিকারবলে ভিসির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার। এ দুটি পদে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি। তার পরে দায়িত্ব পাবেন একজন পূর্ণ অধ্যাপক। ববিতে পূর্ণ অধ্যাপকও নেই। এ কারণে বিদায়ী ভিসি কারও কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেননি। নতুন ভিসি নিয়োগ হওয়ার পর বিদায়ী ভিসি তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একাধিক সূত্রে জানা যায়, ববি’র নতুন ভিসি নিয়োগ দিতে কয়েকজন শিক্ষাবিদের নাম সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিউটিটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামানের নাম শীর্ষে রয়েছে। বরিশাল অঞ্চলের প্রভাবশালী এক মন্ত্রী ও কয়েকজন এমপির সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ড. ওয়াহিদুজ্জামানকে ভিসি করার প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষসহ আরও দু’জন অধ্যাপক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ প্রত্যাশী বলে গুঞ্জন রয়েছে। এ প্রসঙ্গে অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান বলেন, বিভিন্ন মহল থেকে তাকে ববি’র ভিসি হওয়ার প্রস্তাব করা হয়েছে। এমনকি সরকারের উচ্চ পর্যায় থেকেও তাকে ভিসি হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে বলে তিনি শুনেছেন। নববর্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাতের সত্যতা নিশ্চিত করে ড. এম ওয়াহিদুজ্জামান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি’র দায়িত্ব পেলে তিনি তা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে নেবেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img