৫ এপ্রিল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের ‘আইসিটি ডিভিশন’ ও ‘ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন’ এর সহযোগিতায় সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান মোঃ নেসারুল হক। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ নুরুল আনোয়ার। সাইবার ক্রাইম সংক্রান্ত এ ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের জন্য তিনি সিএসই বিভাগকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। সাইবার নিরাপত্তা এবং তথ্য-প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের উপর সচেতনতা বৃদ্ধিতে তিনি তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধি, আতিকুল ইসলাম খান ও মাহফুজুর রহমান । তারা সাইবার নিরাপত্তা কর্মসূচির উদ্দেশ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সম্পর্কিত বিধানগুলো তুলে ধরেন। পাশাপাশি, কীভাবে ইন্টারনেটে নিরাপদে থাকা যায়, কিশোরীদের করণীয়, অভিভাবকদের করণীয়, ব্যবসায় ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, আইসিটি ব্যবহারের উপকারিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সামগ্রিক তত্ত্বাবধায়নে ছিলেন সিএসই বিভাগের শিক্ষক মোঃ হাসানুজ্জামান নুর।