নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে সেলফ এসেসমেন্ট প্রাক্টিস এন্ড সার্ভে ইন ইউআরপি ডিসিপ্লিন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
তিনি বলেন বিশ্ব র্যাংকিংএ উপরি স্তরে নিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণাসহ সবক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, গতানুগতিক শিক্ষা গ্রহণের দিন শেষ হয়ে গেছে। তথ্য-প্রযুক্তি এখন শিক্ষা-গবেষণার আন্তর্জাতিক দ্বার খুলে দিয়েছে।
উপাচার্য আরও বলেন কোয়ালিটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার যে সমস্ত পদক্ষেপ নেয়ার দরকার তা ইতোমধ্যে শুরু হয়েছে এবং খুলনা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে।