খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আর্থিক সহায়তায় এবং খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পৃষ্ঠপোষকতায় ‘খুলনা সিটি কর্পোরেশন মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক বৃত্তি’ (কেসিসিএফএসএমএস) এর যাত্রা শুরু হয়েছে। এই বৃত্তির মাধ্যমে স্নœাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা পরিচালনার জন্য গবেষকদের বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ২০,০০০ টাকা এবং গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এককালীন ৫০,০০০ টাকা প্রদান করা হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কক্ষে বৃত্তি প্রদানের লক্ষ্যে গঠিত বাছাই কমিটির সাথে কেসিসি ও এসএনভি প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয়।