আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভায় আজিজ আল মাহমুদ নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বর্তমানে ড্যানিশ কনডেন্সড মিল্ক (বিডি), ড্যানিশ মিল্ক, ড্যানিশ ফুডস, ড্যানিশ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, রুবেল স্টিল মিলস, ড্যানিশ ডেইরি, ফেরোটেকনিক, সুবর্ণভূমি হাউজিং, ভয়েসটেল এবং স্কাই টেলিকমিউনিকেশনের এমডি। উপরন্তু তিনি পারটেক্স গ্রুপের বিভিন্ন কম্পানির পরিচালক এবং সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক ও জনহিতকর কর্মকা-ে জড়িত আছেন।