চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ প্রায় সাড়ে ১১ কোটি ব্যয়ে তিন তলা বিশিষ্ট নতুন ছাত্রী হলের নির্মাণ কাজ শুরু হয়েছে। এই ছাত্রী হল নির্মাণে অর্থায়ন করছে এ কে খান ফাউন্ডেশন (AKKF)। এতে প্রায় ৩০০ জন ছাত্রীর আবাসন সুবিধা থাকবে। সুফিয়া কামাল হল সংলগ্ন নতুন এই হলের নামকরণ করা হয়েছে ‘বেগম শামসুন নাহার খান হল’।
নতুন ছাত্রী হলের নির্মাণ কাজ শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুয়েট’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, চুয়েট’র ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। আবাসন সংকটের কারণে এ বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্রীকে শহর থেকে নিত্য যাতায়াতে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এমন অবস্থা দেখে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে স্বনামধন্য এ. কে. খান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন নতুন ছাত্রী হল।