বিশেষ খবর



Upcoming Event

মাভাবিপ্রবি’র নয়া রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার হিসেবে ড. ইঞ্জিনিয়ার মোহাঃ তৌহিদুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে। ২৮ মার্চ ২০১৬ তারিখে তিনি উক্ত পদে যোগদান করেছেন।
ড. ইঞ্জিনিয়ার মোহাঃ তৌহিদুল ইসলাম এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ, কারিগরি শিক্ষা অধিদপ্তরে ফার্ম মেশিনারী বিভাগের প্রধান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপজেলা কৃষি প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৭০ সনে চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন উত্তর ভবানীপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি চাঁপাই নবাবগঞ্জের নয়াগোলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণিতে দ্বিতীয়, এমএসসি ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এবং পরবর্তীতে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি চাকরি জীবনে পেশাগত দক্ষতা অর্জন ও মানোন্নয়নের লক্ষ্যে ১৮টি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। খ্যাতিনামা জার্নালেও তাঁর প্রকাশনা রয়েছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img