চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্নাতক পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হয়।
এদিকে স্নাতক পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম চালুর প্রথম দিনই নতুন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষার্থীরা। সাধারন শিক্ষার্থী, চুয়েট ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময় অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে তাঁর দায়িত্বপালনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানানো হয়।