প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজের নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধন করেছেন। এসময় প্রধানমন্ত্রী তার সরকারের সময় শিক্ষাখাতে বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা তুলে ধরেন।
উন্নয়নের জন্য শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, এ জন্য নারীর ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন ও বিচার বিভাগসহ সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে।
অর্থনৈতিক মুক্তির প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বাস্তবতা থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার পর শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। শিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক করেছেন।
শেখ হাসিনা কলেজটির জন্য আটতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের ঘোষণা দেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।