বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মোঃ আলী আজম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
৩০ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক আলী আজম ১৯৩৭ সালের ১লা জানুয়ারী মানিকগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি উচ্চতর ডিগ্রি নিয়ে ১৯৬৪ সালে ঢাকা কলেজে শিক্ষকতা শুরু করেন। পরবর্তিতে ১৯৯২-৯৩ সালে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং ইউনিসেফসহ বিভিন্ন কনসালটিং ফার্মের সাথে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি বিইউবিটি’র একাডেমিক এডভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।