ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র কমিশনার হিসেবে নিয়োগ দিলো সরকার। অন্যসব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। সম্প্রতি ডিএসই’র এমডি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক স্বপন কুমারের নিয়োগের মেয়াদ শেষ হয়। একজন চেয়ারম্যানের সঙ্গে চার কমিশনারকে নিয়ে বিএসইসি গঠিত। এম খায়রুল হোসেন কমিশনের চেয়ারম্যান এবং অধ্যাপক এম হেলাল উদ্দিন নিজামী, মোঃ আমজাদ হোসেন ও মোঃ এম সালাম সিকদার কমিশনারের দায়িত্বে আছেন।