বিশেষ খবর



Upcoming Event

ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানের নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণ

ক্যাম্পাস ডেস্ক সংবাদ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান তৃতীয় মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। ২০১০ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। তিনি এশিয়া প্যাসিফিক ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের নির্বাচিত সিইওদের সেরা সম্মাননা ‘দি এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করেন এবং তার নেতৃত্বে ইসলামী ব্যাংক ‘দ্য বেস্ট ম্যানেজড ব্যাংক ইন বাংলাদেশ’ মর্যাদা লাভ করে। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতি জনপ্রিয় করা, অন্তর্ভুক্তি ও কল্যাণমুখী ব্যাংকিং প্রসার, ইসলামী পদ্ধতির মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সম্প্রসারণ, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণ, দেশে ইসলামী ব্যাংকিংয়ের জন্য পেশাদার মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে।
তিনি বর্তমানে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকসমূহের কনসালটেটিভ ফোরামের টাস্ক কমিটির চেয়ারম্যান। তিনি ১৯৫২ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img