সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক নির্বাচিত হয়েছেন হাকীম ড. মোঃ ইউসুফ হারুন ভূঁইয়া। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় হামদর্দ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে পরিচালক নির্বাচিত হন। হামদর্দ বাংলাদেশের প্রধান মোতোয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।
মোঃ ইউসুফ হারুন ভূঁইয়া মাদ্রাসা শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন শেষে ইউনানী চিকিৎসায় ডিইউএমএস, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইন্টিগ্রেটেড মেডিসিনের ফেলো এবং যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। হামদর্দ ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও হামদর্দ বিশ্ববিদ্যালয়, হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া, হাকিম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অনেক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি।